নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিষয়টি নিয়ে সোজাসাপ্টা অবস্থান নিয়েছে আইসিসি।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে। অন্যথায়, বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে যুক্ত করা হবে।
আইসিসির এই সিদ্ধান্তের পর পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিনের সময় দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে, আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন। বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের।
এর আগে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। যমুনা নিউজকে তিনি জানান, ‘সরকারকে কোনো ধরনের চাপ দিতে চাই না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে।’
তবে আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্তভাবে আইসিসিকে জানানো হবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট নয়, বরং কূটনৈতিক ও নিরাপত্তাজনিত বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত।
