দুবাইয়ে রিয়েল স্টেট ব্যবসা শুরু করেছেন রিমি

দুবাইয়ে রিয়েল স্টেট ব্যবসা শুরু করেছেন রিমি

বিনোদন

বলিউড থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী রিমি সেন। একসময় ‘ধুম ২’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কাড়লেও, এখন অভিনয় নয়—রিয়েল এস্টেট ব্যবসাই তার মূল পেশা। জানা গেছে, দুবাইয়ে গিয়ে বহুতল নির্মাণ ও সম্পত্তি ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি।

তবে রিমি সেন একা নন। বলিউডের একাধিক পরিচিত তারকা সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি বা অভিনয় ছেড়ে সম্পত্তি ব্যবসায় মনোযোগ দিয়েছেন।

বিবেক ওবেরয় ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’র মতো ছবিতে প্রশংসিত হলেও ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। বর্তমানে খুব কম সিনেমায় দেখা গেলেও, তার মূল ব্যস্ততা রিয়েল এস্টেট ব্যবসা ঘিরেই।

সুনীল শেট্টী ২০০৮ সালেই বহুতল নির্মাণ ব্যবসায় যাত্রা শুরু করেন। ‘বর্ডার’ ও ‘ধড়কন’-এর মতো জনপ্রিয় ছবির এই অভিনেতার বর্তমানে খান্ডালা, লোনাভালা ও গোয়ায় একাধিক আবাসন প্রকল্প রয়েছে।

অভিনেতা ও প্রযোজক অতুল অগ্নিহোত্রী—যিনি সালমান খানের আত্মীয়—সম্প্রতি সম্পত্তি ব্যবসায় যুক্ত হয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রায় ৬০ বছরের পুরনো একটি আবাসন পুনর্নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

সরাসরি ব্যবসা না করলেও, অনেক বলিউড তারকা নিয়মিত রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকেন। অভিষেক বচ্চন গত কয়েক বছরে একাধিক প্রকল্পে বিনিয়োগ করেছেন। অক্ষয় কুমার একটি বহুতল নির্মাণ সংস্থার সক্রিয় বিনিয়োগকারী এবং ২০২৫ সালে মুম্বাইয়ে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি বিক্রি করেন।

এ ছাড়া জিতেন্দ্র ও তুষার কাপুরও এই খাতে নিয়মিত বিনিয়োগ করছেন। ২০২৫ সালে তারা একটি ১১ তলা আবাসন প্রকল্প ৫৫৯ কোটি রুপিতে বিক্রি করেছেন বলে জানা গেছে।

বলিউড তারকাদের এই প্রবণতা প্রমাণ করছে—চলচ্চিত্রের বাইরেও রিয়েল এস্টেট এখন তারকাদের জন্য অন্যতম লাভজনক ক্ষেত্র।