নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে না আসায় বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়।
আইসিসি নির্ধারণ করেছে যে, ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান পরিবর্তন না করায় স্কটল্যান্ডের সুযোগ এসেছে বাংলাদেশের জায়গায়। র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড এবার ৯ নম্বরে থাকা বাংলাদেশের স্থান দখল করবে।
গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। ঘোাষণার পর ক্রিকেট স্কটল্যান্ড সামাজিক মাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে ‘Always ready’ ক্যাপশন দিয়েছে। সংস্থাটির সিইও ট্রুডি লিন্ডব্লেড জানান, আইসিসির আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।
স্কটল্যান্ডের চেয়ারম্যান উইলফ ওয়ালশ বলেন, এটি দলের খেলোয়াড়দের জন্য বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ। দল ইতিমধ্যেই অনুশীলন করছে এবং শীঘ্রই স্কোয়াড ঘোষণা ও অন্যান্য প্রস্তুতি সমাপ্ত করা হবে।
