প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে : ভাবনা

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে : ভাবনা

বিনোদন

প্রেম, সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে তারকাদের ঘিরে জল্পনার শেষ নেই। এসব আলোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই এবং বিয়ের আগে সম্পর্ক নিয়ে আলাদা করে কিছু জানানোরও প্রয়োজন দেখেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই। যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের সংজ্ঞা নিয়েও নিজের দৃষ্টিভ তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে,ঙ্গি যেখানে ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক।

ভাবনা বলেন, ‘আমরা ধরে নিই শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান বা বিচ্ছেদ হয়। কিন্তু বাস্তবে সব ধরনের সম্পর্কেই এসব ঘটে।’

তিনি আরও বলেন, জীবন কখনোই একরকম থাকে না, সম্পর্কও সময়ের সঙ্গে বদলে যায়। প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা থাকতে পারে, সেটাকেও অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন।

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই ফিল্মে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা।

এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছেন ভাবনা, যার শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।