দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বাঁধন জানান, এখন আর একা নেই, তার জীবনে প্রবেশ করেছে নতুন কেউ। তবে প্রেমের মানুষটির নাম তিনি এখনই প্রকাশ করছেন না। বাঁধন বলেন, “আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে।”
অভিনয়ের বিষয়েও তিনি বলেন, আরও বেশি মনোযোগী হতে চান এবং চরিত্রনির্ভর কাজের মাধ্যমে নিজেকে পর্দায় আরও ভাঙতে চান।
বর্তমানে বাঁধন নতুন একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত, যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এছাড়া তার অভিনীত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি।
