কয়েক বছর সিনেমা ও ব্যক্তিগত খবর থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বছরের শেষভাগে তার গোপন বিয়ে ও প্রেমের গুঞ্জন আলোচনায় আসে। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার মধ্যেই ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে।
এরপর ববির কল রেকর্ড ফাঁস হওয়ার খবর সামনে আসে। নিজে এই ঘটনার জন্য ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
সাম্প্রতিক সময়ে সিনেমার খবর না থাকলেও, ববি সামাজিক মাধ্যমে সক্রিয়। সম্প্রতি তিনি একটি বোল্ড লুকের ভিডিও পোস্ট করেছেন, যা সাগরপাড়ে ধারণ করা হয়েছে। ভিডিওটি পোস্টের পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ সমালোচনা করেছেন, আবার কেউ মুগ্ধ হয়েছেন।
ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং অল্প সময়ে চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
