ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগত শিক্ষার্থী ও কিশোর-তরুণদের লাঠি হাতে শাস্তি দেওয়ার পর বিতর্কের মুখে সরে দাঁড়িয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এটি তার প্রথমবারের ঘটনা নয়; এর আগেও তিনি একই ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছেন।
সর্বমিত্রের পদক্ষেপ নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গত ৬ জানুয়ারি খেলতে আসা কিশোর-তরুণদের কান ধরে উঠবস করাচ্ছেন তিনি। শিক্ষার্থীদের দাবি, তাদের শাস্তি দেওয়া হয়েছে কারণ তারা ছিলেন বহিরাগত। ভিডিওতে দেখা গেছে, তিনি নিজেই সংখ্যাগণনা করছেন এবং শাস্তি নিশ্চিত করছেন।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোন ক্ষমতাবলে তিনি এমন আচরণ করেছেন। এর আগে সর্বমিত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসার অভিযোগ তুলে এক প্রবীণ ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছিল। এছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন অনুমোদনহীন দোকান ও হকার উচ্ছেদ করেছিলেন, যা নিয়েও আইনি জটিলতা দেখা দিয়েছিল।
পদত্যাগের সময় সর্বমিত্র বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে তাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন। তিনি জানান, আইন নিজের হাতে নেওয়ার বিষয়টি ভুল স্বীকার করেন, তবে প্রশাসনের স্থবিরতার কারণে এই কঠোর পদক্ষেপ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “আমার একমাত্র লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। বিভিন্ন জায়গায় নিজ দায়িত্বে চেষ্টা করেছি, তবে আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে।”
