জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সোমবার মধ্যরাতে সরকারের উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি চলচ্চিত্রের সংগীতসংক্রান্ত শিল্পীদের সমস্যা এবং তাদের প্রতি বিএফডিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার দৃষ্টি আকর্ষণ করেছেন।
ন্যান্সির দাবি, চলচ্চিত্রে তাদের অবদান থাকলেও প্লেব্যাক শিল্পীরা বিএফডিসির সুযোগ-সুবিধা পান না। এমনকি এফডিসিতে থাকা বিভিন্ন সংগঠনেও তাদের সদস্যপদ নেই।
তিনি সরকারের কাছে এফডিসিতে প্লেব্যাক শিল্পীদের জন্য একটি নির্দিষ্ট কার্যালয় এবং সব সুযোগ-সুবিধা প্রদানের আহ্বান জানান।
