বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।

রোববার (১৭ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, এবং যৌথ উদ্যোগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় বিমানবাহিনী প্রধান প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানোর জন্য সৌদি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।