ডাকসু নির্বাচন ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক শাটল সার্ভিস বন্ধ

ডাকসু নির্বাচন ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক শাটল সার্ভিস বন্ধ

শিক্ষা

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইলেকট্রিক শাটল সার্ভিস আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে শাটল সার্ভিস বন্ধ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি রুটে এই শাটল সার্ভিস চালু করে। বিশেষ করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নারী শিক্ষার্থীরা এর প্রধান উপকারভোগী ছিলেন। তারা কম খরচে নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করতে পারছিলেন।

শাটল সার্ভিস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে দূরবর্তী হলের শিক্ষার্থীরা বলছেন, এতে তাদের সময় ও খরচ দুটোই বাড়বে। তারা প্রশাসনের কাছে অন্তত শাটল সার্ভিস চালু রাখার দাবি জানিয়েছেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, “গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি নির্বাচনে প্রার্থী। ফলে এই সেবা ভোট ও ভোটারকে প্রভাবিত করতে পারে। এজন্যই আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।”