অপু বিশ্বাসের ব্রাইডাল লুকে নজর কেড়েছে নেটিজেনদের

অপু বিশ্বাসের ব্রাইডাল লুকে নজর কেড়েছে নেটিজেনদের

বিনোদন

ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস আবারো সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন নতুন লুকে। সম্প্রতি এক ব্রাইডাল রিল ভিডিও শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সাদা ব্রাইডাল আউটফিট এবং কানে ফুলের দুল পরে অপু বিশ্বাস রাজকীয় আবহে ধরা দিয়েছেন। রিলের ক্যাপশনে তিনি লিখেছেন,

“রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”

কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, “এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।” অন্য একজন মন্তব্য করেছেন, “এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, সত্যিই বেস্ট।”

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ (২০০৬) দিয়ে পরিচিতি পান। তার আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি হয়ে বাংলা চলচ্চিত্রে আলো ছড়ান। ২০১৭ সাল পর্যন্ত শাকিব-অপু জুটিতে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায়। বেশ কিছু বছর পর আবারো তিনি নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন।