জাহাঙ্গীর : ইয়াবা ব্যবসায় আরাকান আর্মি, সারের পাচার রোধে নতুন নীতিমালা আনা হচ্ছে

জাহাঙ্গীর : ইয়াবা ব্যবসায় আরাকান আর্মি, সারের পাচার রোধে নতুন নীতিমালা আনা হচ্ছে

জাতীয়

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার করা হচ্ছে।

তিনি বলেন, “সারের নীতিমালা ইতিমধ্যেই তৈরি হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে পাঠানো হবে। নীতিমালায় সারের ডিলারদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চিত করব, কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না।”

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, “সারের দাম বৃদ্ধি হবে না। পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বাড়ায়, তারপরও সার উৎপাদনের ফলে দাম বাড়বে না। যতদিন আমি দায়িত্বে থাকব, সার ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে থাকবে।”

তিনি দেশের কৃষি উৎপাদনের অগ্রগতিও তুলে ধরেন। গত এক বছরে দেশে আলুর উৎপাদন ১১৫.৭৩৬ মেট্রিকটন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় আলু কোল্ড স্টোরেজে মজুত আছে। সরকার কৃষকদের ক্ষতি রোধে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করবে এবং প্রথমবারের মতো চীনে আলু রপ্তানি করা হয়েছে।

তাছাড়া, দেশের আলু দিয়ে ভালো মানের চিপস তৈরি করা যায় না কারণ এতে পানি বেশি থাকে। তাই বিদেশ থেকে নতুন আলুর বীজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।