দুই দশক পর গণমাধ্যমে ফিরলেন তারেক রহমান, দেশে ফেরার ইঙ্গিত

দুই দশক পর গণমাধ্যমে ফিরলেন তারেক রহমান, দেশে ফেরার ইঙ্গিত

জাতীয়

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাথে দেওয়া এ সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয় সোমবার (৬ সেপ্টেম্বর)। সেখানে তিনি সমসাময়িক রাজনীতি, আসন্ন নির্বাচন এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন।

গণমাধ্যম থেকে দূরে থাকার বিষয়ে তারেক রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি বক্তব্য দিলেও তা প্রচার করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে ও বিভিন্ন পন্থায় তিনি সবসময় কর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন।

দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “সময় এসে গেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।” নির্বাচনের আগে দেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময়ে আমি দূরে থাকতে চাই না। জনগণের পাশেই থাকতে চাই।”

জুলাই মাসের আন্দোলনে তিনি মাস্টারমাইন্ড ছিলেন — এমন প্রশ্নে তিনি বলেন, “এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।” আন্দোলনে ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণীসহ সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি। অনলাইনের মাধ্যমে ছাত্র নেতৃত্বের সাথে যোগাযোগ রেখেছেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।