গাজা উপত্যকায় যুদ্ধবিরতির তথাকথিত সীমারেখা অতিক্রমের অভিযোগে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার সকালে গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
আইডিএফের দাবি, সন্দেহভাজন তিন ফিলিস্তিনি যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত ‘হলুদ রেখা’ পেরিয়ে সৈন্যদের কাছাকাছি চলে আসে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নির্দেশ না মানায় গুলি চালানো হয় বলে জানায় আইডিএফ।
ইসরায়েলি বাহিনী গাজার বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, মোতায়েন সৈন্যদের কাছাকাছি না যেতে।
