বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট সূচকের ২০ বছরের ইতিহাসে প্রথমবার শীর্ষ দশ থেকে যুক্তরাষ্ট্র ছিটকে পড়ে। সর্বশেষ ৭ অক্টোবর প্রকাশিত তালিকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে মার্কিন অবস্থান এখন ১২তম।
হেনলি অ্যান্ড পার্টনার্সের বরাত দিয়ে জানা যায়, ২০১৪ সালে সূচকের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র পরের বছর দ্বিতীয় স্থানে নেমে আসে। গত বছর দেশটির অবস্থান ছিল সপ্তম, আর এবার এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। সূচক নির্ধারণে মূলত বিবেচনা করা হয় কোন দেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে যেতে পারেন।
শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যের পাসপোর্টের অবস্থানও অবনমিত হয়েছে। ২০১৫ সালে শীর্ষস্থান দখল করা যুক্তরাজ্য গত জুলাইয়ে ষষ্ঠ স্থানে নেমে গেলে নতুন সূচকে অষ্টম স্থানে অবস্থান করছে।
অন্যদিকে, শীর্ষ তিনটি অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশগুলো— সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে, দক্ষিণ কোরিয়া ১৯০ দেশে এবং জাপান ১৮৯ দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান।
বাংলাদেশের অবস্থান সর্বশেষ সূচকে ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
