ইসরায়েলি হা'ম'লা'য় পশ্চিম তীরে শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি গু'লি'বি'দ্ধ

ইসরায়েলি হা’ম’লা’য় পশ্চিম তীরে শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি গু’লি’বি’দ্ধ

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ঘটনা ঘটে নাবলুস ও জেরুজালেমের বিভিন্ন এলাকায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সর্বশেষ তথ্যে জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মোট আট ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

নাবলুসে ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘেরাও করে একজনকে গ্রেপ্তার করার পর অভিযান সমাপ্ত করে সরে যায়।

অন্যদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, পূর্ব জেরুজালেমের উত্তরে কালানদিয়া ও আর-রাম এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গুলি করে ইসরায়েলি সেনারা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর এসব অভিযানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।