“শিগগিরই শিক্ষকদের নতুন জাতীয় বেতন স্কেল: শিক্ষা সচিব”

“শিগগিরই শিক্ষকদের নতুন জাতীয় বেতন স্কেল: শিক্ষা সচিব”

জাতীয়

শিক্ষকদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল খুব শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, স্কেল কার্যকর হলে শিক্ষকদের বাড়িভাড়া ও বেতনসংক্রান্ত সমস্যা সমাধান হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষকদের দাবির প্রসঙ্গে সচিব বলেন, “শিক্ষকদের বেতন কাঠামো ও বাড়িভাড়াভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দেশের বাইরে থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, “নতুন জাতীয় বেতন স্কেল খুব শিগগিরই ঘোষণা হবে ইনশাআল্লাহ। তখন এর ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষকদের ওপর। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

শিক্ষা সচিব আরও বলেন, “আমরা আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। আলোচনায় বসলেই সমাধান বের হবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশ ভিত্তিক যে অগ্রগতি হচ্ছে, এটি একটি বড় অর্জন। শিক্ষকদের সুবিধার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”