চিত্রনায়িকা পপি পরিবারে জমি দ্বন্দ্বে হত্যার হু'ম'কি'র শিকার

চিত্রনায়িকা পপি পরিবারে জমি দ্বন্দ্বে হত্যার হু’ম’কি’র শিকার

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আবারও সংবাদ শিরোনামে এসেছেন, এবার পারিবারিক দ্বন্দ্ব ও হত্যার হুমকি নিয়ে। শনিবার দুপুরে তিনি জানান, চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছেন।

পপি বলেন, “১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেনের মৃত্যুতে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই, কিন্তু তারেক ফোন করে জানায়, সেখানে গেলে আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।”

এ অভিনেত্রীর অভিযোগ, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন, তবে দলিল থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না। জমি বর্তমানে তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক ব্যবহার করছেন।

পপি আরও জানান, পূর্ববর্তী সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছিল। এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে একই হুমকি-ধমকি চালাচ্ছেন তারেক।

অভিযোগ বিষয়ে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

চিত্রনায়িকা পপি প্রশাসনকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখযোগ্য, চলতি বছরের জুলাই মাসেও পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছিলেন।