প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেট-এর সঙ্গে বিচ্ছেদ ঘটে আজমেরী হক বাঁধন-এর। এই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হলেও পরে আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী।
বিচ্ছেদের পর বাঁধন প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন। দীর্ঘ চার বছরের সম্পর্ক গেল বছরের শুরুর দিকে ভেঙে যায়, যা অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সেই সময়ের ভাঙন এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি বাঁধনের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
বাঁধন জানান, “জুলাই গণ-অভ্যুত্থান এবং দেশের পরিস্থিতি, সঙ্গে আমার ব্রেকআপ—সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।”
বর্তমানে বাঁধন মিরপুরে তার মা-বাবার সঙ্গে মেয়েকে নিয়ে থাকছেন। পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো চাপ নেই। তিনি জানিয়েছেন, “বিয়ে নিয়ে ট্রমা থাকলেও এখন জীবনের সুন্দর সময় পার করছি।”
অভিনেত্রী স্পষ্ট করেছেন যে তিনি ফের প্রেমের সম্পর্কেও রয়েছেন এবং খুব শিগগিরি তা প্রকাশ করবেন। বাঁধন বলেন, “আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান—সব মিলিয়ে সুন্দর সময়। প্রেম সুন্দর, আমি প্রেমের সম্পর্ক রাখতে চাই।”
এছাড়া তিনি ইতিমধ্যেই দুটি কাজ শেষ করেছেন, যা আগামী বছরে মুক্তি পাবে। নির্বাচনের পর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।
