টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী গোপনে বিয়ে, লাস ভেগাসে সারপ্রাইজ সেরিমনি

টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী গোপনে বিয়ে, লাস ভেগাসে সারপ্রাইজ সেরিমনি

বিনোদন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী আজ শুক্রবার (২৮ নভেম্বর) গোপনে বিয়ে করেছেন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের একঝাঁক ছবি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তনুশ্রী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুকে বিয়ে করেছেন। সুজিত বর্তমানে আটলান্টায় থাকেন এবং প্রায় ২৮ বছর ধরে সেখানেই বসবাস করছেন। পাঁচ মাসের প্রেমের পর এই বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়েটি সম্পূর্ণ সারপ্রাইজ ছিল তনুশ্রীর জন্য। তিনি সুজিতের সঙ্গে লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর সুজিত সমস্ত আয়োজন সম্পন্ন করেছিলেন। বাবা-মাকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত রেখে তারা বিয়ে সম্পন্ন করেছেন।

বিয়ের সময় তনুশ্রী হোয়াইট গাউন পরেছিলেন, হাতে মেহেদি এবং হীরার গয়না। আর সুজিত ছিলেন কালো স্যুটে। এই বিশেষ মুহূর্তে সুজিত তনুশ্রীকে হীরার আংটি দিয়ে প্রপোজ করেছিলেন, এবং বরফের জন্য তনুশ্রী একটি ফ্লোরিডা ট্যুর প্ল্যান করেছেন।

তনুশ্রী চক্রবর্তী ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করেন। এরপর তিনি ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘বেডরুম’ প্রভৃতি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।