বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়া সমাপ্ত: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ প্রদর্শিত নানা রণকৌশল

বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়া সমাপ্ত: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ প্রদর্শিত নানা রণকৌশল

জাতীয়

বঙ্গোপসাগরে দেশের সমুদ্র সীমায় সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধ পরিস্থিতিতে সামরিক সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রোববার এই পাঁচ দিনের মহড়ার শেষ দিন পালিত হয়েছে।

সকাল থেকে চট্টগ্রাম উপকূলে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ—ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোট—মহড়ায় অংশ নেয়। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার ও বিশেষায়িত সোয়াডস ইউনিট এই মহড়ায় যুক্ত হয়েছে।

মহড়ায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজ থেকে মহড়ার বিভিন্ন রণকৌশল প্রত্যক্ষ করেন।

সমাপনী দিনের মহড়ায় জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস-টু-এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি-এয়ার র‍্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএবি অপারেশন, নৌকমান্ডোদের সার্চ অ্যান্ড সিজারসহ নৌযুদ্ধের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।