শ্রীদেবীর সঙ্গে ‘ক্যাটফাইট’ গুঞ্জনে ইতি টানলেন মাধুরী দীক্ষিত

শ্রীদেবীর সঙ্গে ‘ক্যাটফাইট’ গুঞ্জনে ইতি টানলেন মাধুরী দীক্ষিত

বিনোদন

এক সময় বলিউডে সমানতালে রাজত্ব করেছেন শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত। দর্শকের উন্মাদনা যেমন ছিল তুঙ্গে, তেমনি তাঁদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা চলেছে বছরের পর বছর। অনেকেই দাবি করতেন, পর্দার বাইরেও নাকি তাঁদের সম্পর্ক ছিল শীতল।

তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত সেই ধারণাকে নাকচ করে দেন। শ্রীদেবী প্রসঙ্গে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমাদের মধ্যে এমন কোনো কারণই ছিল না যে আমরা একে অপরকে অসম্মান করব। শ্রীদেবী ছিলেন ভীষণ পরিশ্রমী একজন অভিনেত্রী। আমিও আমার কাজ করেছি নিষ্ঠার সঙ্গে। আমরা দুজনেই সেটা বুঝতাম।”

মাধুরীর এই বক্তব্য থেকেই স্পষ্ট—পেশাগত প্রতিযোগিতা থাকলেও তা কখনো ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়নি।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত সিনেমা ‘কলঙ্ক’-এ প্রথমে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু ২০১৮ সালে তাঁর আকস্মিক মৃত্যুর পর সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় মাধুরী দীক্ষিতকে। বিষয়টি নিয়ে তখন আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছিলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।

জাহ্নবী লিখেছিলেন, “‘কলঙ্ক’ আমার মায়ের হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। বাবা, খুশি এবং আমি মাধুরীজির কাছে কৃতজ্ঞ—এই ছবির অংশ হওয়ার জন্য।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শ্রীদেবী। তাঁর মৃত্যুতে গোটা বলিউডে নেমে আসে শোকের ছায়া।

কাজের দিক থেকে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘মিসেস দেশপান্ডে’, যেখানে তিনি এমন এক রহস্যময় বন্দি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি খুনের মামলায় পুলিশকে সহায়তা করেন।