হাদি হত্যা : একসময় নাটকে অভিনয় করতেন অভিযুক্ত ফয়সাল

হাদি হত্যা : একসময় নাটকে অভিনয় করতেন অভিযুক্ত ফয়সাল

বিনোদন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ফয়সাল করিম মাসুদ অভিনীত ২০২২ সালের নাটক ‘কিলার’-এর ছবি। শোবিজ অঙ্গনে কাজ করার তথ্য প্রকাশ্যে আসার পর আলোড়ন সৃষ্টি হয়েছে।

তবে হত্যাকাণ্ডের মূল বিষয় হলো অর্থলেনদেন। সিআইডি অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, ফয়সাল এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব বিশ্লেষণে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে।

“এই লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে,” বলেন আবু তালেব।

সিআইডি ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনুসন্ধান শুরু করেছে। এছাড়া অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা দ্রুত বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফয়সাল এখনো গ্রেপ্তার না হলেও, তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে, যা সিআইডি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছে।

ফয়সালের সঙ্গে অপরাধ চক্র, পরিকল্পনা, অস্ত্র সরবরাহ ও অর্থায়ন সম্পর্কিত কোনো শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না তাও যাচাই করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শর্তহীন গণ-অভ্যুত্থানের প্রধান নেতা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।