কাজী মারুফের বাসায় অমিত হাসানের সঙ্গে শাবনূরের নাচ ভাইরাল

কাজী মারুফের বাসায় অমিত হাসানের সঙ্গে শাবনূরের নাচ ভাইরাল

বিনোদন

গত বছরের এপ্রিল মাসে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর, কিন্তু ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে তিনি আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ফিরেছিলেন। তখন জানিয়েছিলেন, বছরের শেষে ঢাকায় ফিরে আসবেন।

তবে শাবনূরের ভ্রমণের গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে, যেখানে বড় ভূমিকা রেখেছে তার একমাত্র ছেলে আইজান নেহান। শাবনূর জিজ্ঞেস করেছিলেন, সে কি আমেরিকা যেতে চায়। আইজানের সঙ্গে সঙ্গতিপূর্ণ উত্তর ছিল—হ্যাঁ। সেই ‘হ্যাঁ’ অনুসারে নতুন করে ভ্রমণ পরিকল্পনা করেন শাবনূর।

যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে-ফিরে সময় কাটাচ্ছেন। সম্প্রতি দেখা গেছে তাকে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফ এবং মাহিয়া মাহিদের সঙ্গে।

সামাজিক মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, গান ‘পৃথিবী’ এবং ‘তুমি যদি চাও…’–এর সঙ্গে নাচছেন শাবনূর ও অমিত হাসান। আয়োজনের অংশবিশেষ কাজী মারুফ লাইভও করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে।

গতকাল কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে শাবনূর অমিত হাসানের সঙ্গে গানের ডুয়েটে অংশ নিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশের পরিচিত চলচ্চিত্র অভিনেতাদের সঙ্গে। সমসাময়িক শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফ, মামুন ইমন এবং রেসিস–এর সঙ্গে সময় কাটিয়েছেন। তারা একসঙ্গে পুরনো দিনের গল্প শেয়ার করেছেন এবং স্মৃতিচারণায় মেতে উঠেছেন।