পর্দার রসায়ন পেরিয়ে বাস্তব জীবনেও দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক যে বেশ গভীর, তা ইন্ডাস্ট্রির অন্দরে দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। তাঁদের প্রেমের গুঞ্জন ঘুরছে টলিউড ও বলিউডের বিভিন্ন মহলে। সম্প্রতি সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে বাগদান ও বিয়ের খবরে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান।
এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক ও সম্ভাব্য বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জন পুরোপুরি অস্বীকার না করেই সংযত জবাব দেন অভিনেত্রী। রাশমিকার ভাষায়, এই ধরনের আলোচনা গত চার বছর ধরেই চলছে। মানুষ বারবার একই প্রশ্ন করছে এবং সুখবরের অপেক্ষায় রয়েছে। তবে সত্যি কথা বলার মতো সময় এলেই তিনি এ বিষয়ে মুখ খুলবেন বলে জানান।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এর আগে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া পরিসরে, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবার ও কাছের বন্ধুরা।
তবে এসব জল্পনার মাঝেও হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক মন্তব্যে রাশমিকা স্পষ্ট করেন, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তাঁর কথায়, যখন বলার সময় আসবে, তখনই তিনি সব জানাবেন।
উল্লেখ্য, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, এ বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। পাপারাজ্জিদের ক্যামেরায় একাধিকবার সেই মুহূর্ত ধরা পড়েছে। সব মিলিয়ে নীরবতা ও ইঙ্গিতেই আপাতত ভক্তদের কৌতূহল বাড়িয়ে চলেছেন বিজয়-রাশমিকা। কবে এই অপেক্ষার অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা।
