বন্দর দিয়ে চাল আমদানি শুরু হওয়ার পর পাইকারি বাজারে চিকুন জাতের শম্পা চালের দাম প্রতি কেজিতে ৭০–৭১ টাকাও থেকে কমে ৬৪–৬৫ টাকায় নেমেছে।
পাইকারি ক্রেতারা জানান, বন্দরে চাল আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ এসেছে। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো সব ক্রেতা আসেননি, তাই এখনো বন্দর বাজারে চাল লেনদেন পুরোপুরি জমে ওঠেনি। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা বাজারে আসার পর বেচা-কেনা পুরোদমে শুরু হবে।
হিলি কাস্টমস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল দুই দিনে হিলি বন্দর দিয়ে ভারত থেকে ২০ ট্রাকে ৮১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই চাল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়, যার মধ্যে রয়েছে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া ও রংপুর।
বন্দর থেকে সরাসরি পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছানো এ চালের প্রভাবে দেশের বাজারে শম্পা চালের দাম সাময়িকভাবে কমে এসেছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।
