আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ

খেলাধুলা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার বাংলাদেশ দলের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ আইসিসিতে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব তোলে। তবে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪–২ ব্যবধানে পরাজিত হয়, ফলে ভারতেই গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে বাধ্য হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

এরপর আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশায় বাংলাদেশ ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-এর শরণাপন্ন হয়। কিন্তু সেখানেও হতাশ হতে হয় বিসিবিকে।

ডিআরসি বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় আইনি সীমাবদ্ধতার কারণে। কমিটির আইনের ১.৩ ধারায় উল্লেখ রয়েছে—আইসিসি বা তার অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার ডিআরসির নেই।

এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে কোন দলকে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত শনিবারের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

বিশ্বকাপ ঘিরে এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।