আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। শনিবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফুটবল’ প্রতীকে ভোট চেয়ে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এলাকার গ্যাস-পানি সংকট, জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, “আমি এই এলাকার মেয়ে। ঢাকা-৯-কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান।”
নিজেকে পেশাদার রাজনীতিবিদ নন উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বচ্ছ রাজনীতির একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগেই তিনি রাজনীতিতে এসেছেন। তার ভাষায়, “এই ইশতেহার কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি আমার ও এলাকাবাসীর মধ্যে একটি চুক্তি।”
ইশতেহারে ছয়টি মূল অঙ্গীকার তুলে ধরেন ডা. তাসনিম জারা। এর মধ্যে রয়েছে—
গ্যাস না পেলে বিল না দেওয়ার নীতি বাস্তবায়ন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে স্থায়ী মশা নিধন টাস্কফোর্স গঠন, মাদক সিন্ডিকেট উচ্ছেদ এবং নারীবান্ধব নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা।
শিক্ষা খাতে তিনি স্কুল ভর্তি বাণিজ্য বন্ধ, এমপির সুপারিশ ও কোটা বাতিল এবং স্কুলগুলোতে আধুনিক বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি ও কোডিং শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
শেষে তিনি বলেন, “অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে সেন্টার এবং এমপির জবাবদিহি নিশ্চিত করতে এলাকায় স্থায়ী কার্যালয় ও ডিজিটাল অভিযোগ ড্যাশবোর্ড চালুর কথাও উন। এবার একএছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ড, কর্মজীবী মায়েদের জন্য কমিউনিটি ডে-কেয়ারল্লেখ করেন তিনি।জন ডাক্তারকে সুযোগ দিন—যে রোগ চিনে, চিকিৎসা জানে এবং কথা রাখে।”
