দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের মতামত চাইবেন বিএনপি : তারেক রহমান

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের মতামত চাইবেন বিএনপি : তারেক রহমান

রাজনীতি

 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে এবং দেশের উন্নয়নের জন্য তরুণদের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল-এ অনুষ্ঠিত ‘পলিসি টক’-এ তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, ক্ষমতায় আসলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হবে। এ পদক্ষেপের মাধ্যমে বৃষ্টির জলাবদ্ধতা কমানো সম্ভব হবে এবং ভূগর্ভস্থ পানির মজুতও বৃদ্ধি পাবে।

তারেক রহমান আরও বলেন, “রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। এখন সময় এসেছে দেশ গড়তে এবং তরুণদের পরামর্শ নিতে।” তিনি উল্লেখ করেন, অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েন। এ সমস্যার সমাধানে স্টুডেন্ট লোন সুবিধা চালু করার পরিকল্পনা করছে বিএনপি।

চেয়ারম্যান বলেন, বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দেবে। তিনি জানান, আগামী ৫-১০ বছরে কোন ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, তা খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার মাধ্যমে তরুণদের বিদেশে কাজে পাঠানো হবে, যাতে তারা বিশেষ মানের শ্রমশক্তি হিসেবে দেশের জন্য কাজ করতে পারে।

তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থার ডিজিটালীকরণের ওপরও জোর দেন। তিনি বলেন, “স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগে আনা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সেরা শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণের জন্যও আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।”

তিনি আরও যোগ করেন, “একাত্তর ও চব্বিশের ক্ষেত্রে ধর্ম বা জাতভিত্তিক কোনো প্রভাব দেখা যায়নি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব শিক্ষার্থীর সুযোগ মেধাভিত্তিক হওয়া উচিত। সমতল ও পাহাড়ের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ে তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করা না গেলে কোনো পরিকল্পনাই সফল হবে না। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তবে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ অনেকাংশে কমবে।”