ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে সাড়ে তিনশো যাত্রীবাহী ফেরি ‘ত্রিশা কেরস্টিন ৩’ ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। কমপক্ষে ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপ যাওয়ার পথে ফেরিটি ডুবে যায়। বাসিলান কোস্ট গার্ড জানায়, জাহাজটিতে নথিভুক্ত ছিল ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু। উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি ডুবে গেছে, কারণ দুর্ঘটনার সময় আবহাওয়া প্রতিকূল ছিল না। উদ্ধার তৎপরতায় মাছ ধরার নৌকা, নৌ বাহিনী, নজরদারি বিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে।
ফিলিপাইন একটি দ্বীপসমৃদ্ধ দেশ। এমন ফেরি দুর্ঘটনা এখানে বিরল নয়। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ১৯৮৭ সালে মধ্য ফিলিপাইনে ডোনা পাজ ফেরি ডুবে ৪,৩০০ জনেরও বেশি প্রাণহানি ঘটে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়।
