২১ হাজার ৫০০ প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে

২১ হাজার ৫০০ প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে

জাতীয়

বিভিন্ন দেশ থেকে মোট ২১,৫০৮টি প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

মোট ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ২১,৫০৮ প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

ব্যালট ফেরত পাঠানোর সময়সীমা উল্লেখ করে ইসি জানিয়েছে, ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিটের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় সেটি বাতিল হবে।