পাকিস্তানি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর আলিনা আমির সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জনপ্রিয় সংলাপ ‘মেরি বডি মে সেনসেশন হোতি হ্যায়’ অনুকরণ করে ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার বিতর্কে জড়ালেন একটি ভুয়া ভিডিওকে কেন্দ্র করে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে আলিনা আমিরের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। পরে নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেটি সম্পূর্ণ ভুয়া।
আলিনা আমির বলেন, শুরুতে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন। তবে ভিডিওটি বারবার সামাজিক মাধ্যমে সামনে আসায় প্রতিবাদ জানানো জরুরি মনে হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেকেই কোনো যাচাই ছাড়াই ভিডিওটি শেয়ার করছেন, যা সরাসরি হয়রানি এবং একটি গুরুতর অপরাধ।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড নারীদের সম্মান ও নিরাপত্তার জন্য হুমকি। তাই বিষয়টি আর নীরবে সহ্য করা সম্ভব নয়।
এ ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আলিনা আমির।
উল্লেখ্য, আলিনা আমির সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং টিকটকে রয়েছে প্রায় ২৩ লাখ ফলোয়ার। নেটিজেনদের কাছে তিনি ‘সরসরাহট গার্ল’ নামেও পরিচিত।
