বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ

বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পুনের বারোমতি বিদ্যা প্রতিষ্ঠান মাঠে বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসহ অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেবেন।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যেই অজিত পাওয়ারের মরদেহ বারোমতিতে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি পুনে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ঘটনার কিছুক্ষণ আগে থেকেই বিমানটি নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখাচ্ছিল। দুর্ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারান।

মহারাষ্ট্র সরকার এই ঘটনায় একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।