নেইমারের সঙ্গে অভিনব চুক্তির কথা জানালেন লামিনে ইয়ামাল

নেইমারের সঙ্গে অভিনব চুক্তির কথা জানালেন লামিনে ইয়ামাল

খেলাধুলা

বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজের শৈশবের আইডল নেইমারের সঙ্গে করা একটি ব্যতিক্রমী ও আলোচিত চুক্তির কথা প্রকাশ করেছেন। এই চুক্তির বিষয়টি ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।

একটি সাক্ষাৎকারে ইয়ামাল জানান, বার্সেলোনার কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের ঠিক আগে নেইমারের সঙ্গে তার ফেসটাইমে কথা হয়। সেই আলাপচারিতার সময়ই দুজন মিলে মজার ছলে একটি শর্তে সম্মত হন।

ইয়ামালের ভাষ্য অনুযায়ী, যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে দুজন একসঙ্গে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। বিষয়টিকে তিনি বন্ধুত্বপূর্ণ ও মজার একটি চুক্তি হিসেবেই উল্লেখ করেন।

শুধু এখানেই শেষ নয়, ইয়ামাল আরও জানান, আসন্ন বিশ্বকাপে তিনি যদি গোল করতে পারেন, তাহলে গোল উদযাপনের মাধ্যমে বিশেষভাবে নেইমারকে সম্মান জানাবেন। তার ইঙ্গিত অনুযায়ী, সেই উদযাপনটি হবে নেইমারের কোনো বিখ্যাত সেলিব্রেশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে স্পেনকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ব্রাজিল তারকা নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। হাঁটুর অস্ত্রোপচারের পর তার ফিটনেসের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে তার মাঠে নামা।