কলম্বিয়ার বিপক্ষে যাদের সঙ্গে নিয়ে মাঠে নামবেন মেসি !

কলম্বিয়ার বিপক্ষে যাদের সঙ্গে নিয়ে মাঠে নামবেন মেসি !

খেলাধুলা

পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনা, ক্লাব ফুটবল সবই যে ভুলে গেছেন লিওনেল মেসি।

গায়ে তার আকাশি-সাদার জার্সি। পুরদস্তুর আলবিসেলেস্তদের প্রতিনিধি। কোপা আমেরিকার কাপ ছুঁতে লাগবে মাত্র দুটি ম্যাচ।
প্রথম বাধা কলম্বিয়া। যারা ছন্দের চাইতে ফুটবলে পেশিশক্তিতেই বেশি অভ্যস্ত। শৈল্পিক ফুটবলে তেমন একটা আগ্রহ নেই তাদের। এমন দলের বিপক্ষে ছন্দময় ফুটবল উপহার দিয়ে জয় ছিনিয়ে আনাটা বেশ মুশকিল।

 

সে কথা ভালোই জানা লিওনেল মেসি ও তার গুরু লিওনেল স্কালোনির। তার সঙ্গে আছে পেছনের তেতো স্বাদ।

 

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ তিন দেখায় জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। উল্টো পেতে হয়েছে এক ম্যাচে হারের স্বাদ, বাকি দুটি ড্র। এবারও সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন স্কালোনি।

 

সে কথা মাথায় রেখেই বুধবার পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবেন মেসি। সেমি-ফাইনালটি ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় শুরু হবে।

 

ফাইনালে ওঠার লড়াইয়ে কেমন হবে আর্জেন্টিনার একাদশ? কোন ছকে খেলবেন তারা?

 

এবারের কোপা আমেরিকায় বেশিরভাগ ম্যাচেই আগের দিন একাদশ ঘোষণা করেছেন স্কালোনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে এ নিয়ে একটু ভাবতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে।

 

ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ান রোমেরো। সেমিফাইনালেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

 

আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেমির এই হাইভোল্টেজ ম্যাচেও খেলা হচ্ছে না রোমেরোর। অর্থাৎ নিকোলাস ওতামেন্দির সঙ্গে রক্ষণে এবারও দেখা যাবে জার্মান পেজ্জেল্লাকে।

 

ডিফেন্সিভ মিডফিল্ডার দুজনই আছেন দারুণ ছন্দে। যদিও লিয়ান্দ্রো পারেদেসকে বেশি পছন্দ স্কালোনির। তবে ইকুয়েডরের বিপক্ষে বদলি হিসেবে নেমে নিজের কারিশমা দেখিয়েছিলেন গুইদো রোদ্রিগেজ। তাই দুজনকেই অদল-বদল করে নামাতে পারেন কোচ।

 

ফ্রন্ট পজিশনে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। তবে গুইদোর মতো ফর্মে থাকা অ্যাঞ্জেল ডি মারিয়াকেও কাজে লাগাতে চাইবেন স্কালনি। গত ম্যাচে বদলি হিসেবে নেমে মেসির গোলসূচক ফ্রি কিকে সহায়তা করেছেন মারিয়া। খুব কম সময়েই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিয়েছিলেন পিএসজির এই তারকা।

 

গোলরক্ষক হিসেবে এমি মার্তিনেজই থাকছেন। গোটা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছেন। প্রাচীর হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণ বেশ ভালোই সামলেছেন। আর অধিনায়ক মেসির সঙ্গে দুর্দান্ত তাল মেলাতে পারছেন দি পল, লু চেলসো এবং লাউতারো।

 

এরপরও বিষয়টি এখনও সম্ভাব্য একাদশ। কারণ একাদশ ঘোষণাটা বিলম্বে আসছে জানিয়ে স্কালোনি বলেছেন, ‘কিছু খেলোয়াড় ক্লান্ত, কারও কারও হালকা চোট আছে। দল চূড়ান্ত করতে আমরা কাল পর্যন্ত অপেক্ষা করবো। খুব বেশি সমস্যা না হলে আমরা পরিকল্পনায় পরিবর্তন আনবো না।’

 

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ:

এমি মার্তিনেজ, আকুনা, রোমেরো/পেজ্জেল্লা, ওতামেন্দি, মোলিনা, ডি পল, গুইদো/পারেদেস, লু চেলসো, মেসি, লাউতারো, গঞ্জালেস/ডি মারিয়া।

তথ্যসূত্র: মুন্দো আলবিসেলেস্তে