মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ট্রাক শ্রমিকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। তার ব্যক্তিগত উদ্যোগে ৪ মে মঙ্গলবার নগরজলফৈ এলাকায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কর্মহীন ও অসহায় শ্রমিকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, পৌরসভার প্যানেল মেয়র মাহমুদা আক্তার জেবু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল মিয়া, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কোরবান আলী, সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়া, সড়ক সম্পাদক তায়েব আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ সিদ্দিক ভূইয়া, দপ্তর সম্পাদক শামসুর রহমান আলম’সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীগণ। ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জানান, টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব মুহূর্ত পর্যন্ত কর্মহীন ও অসহায় শ্রমিকদের মাঝে তিনি ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।