টাঙ্গাইলে শ্রমিকদের ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার

অর্থনীতি আন্তর্জাতিক খুলনা খেলাধুলা গণমাধ্যম চট্টগ্রাম জাতীয় ঢাকা দেশ জুড়ে ধর্ম প্রবাস বরিশাল বাংলাদেশ বিনোদন বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী শিক্ষা সিলেট

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে শ্রমিকদের ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। গতকাল তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও অসহায় ২শত ৪০জন শ্রমিকের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ১০০জন নির্মাণ শ্রমিক, ৩০জন টেইলার্স শ্রমিক ও ১১০জন পরিবহন শ্রমিকসহ মোট ২শত ৪০ জন শ্রমিককে এসকল উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও এক লিটার ভোজ্যতেল সামগ্রী প্রদান করা হয়। টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ -সম্পাদক চিত্তরঞ্জন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন”সহ মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ। মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব মুহূর্ত পর্যন্ত কর্মহীন ও অসহায় শ্রমিকদের মাঝে তিনি ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রাখবেন।