পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে করোনাকালীন লকডাউনের কারণে টাঙ্গাইলের গোপালপুরে হিজরা সস্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক সম্প্রদায়ের মাঝে উপহার প্যাকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান ও অধ্যাপক আব্দুল মোমেন প্রমূখ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন- ‘বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের ভাল থাকার লক্ষে নিরলষ ভাবে কাজ করে যাচ্ছে । লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় আজ উপজেলার হিজরা সস্প্রদায়ের মাঝে সামান্য কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যা তাদের ঈদ আনন্দকে একটু হলেও বাড়িয়ে তুলবে। আগামী দিনে এর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।