বাড়ি বাড়ি গেল ঈদের খাদ্যসামগ্রী, সঙ্গে মুরগি কেনার টাকা

বাংলাদেশ

আর দু-তিন দিন পরই ঈদুল ফিতর। গত বছরের মতো এবারও দেশে করোনা মহামারির মাঝে ঈদ উদযাপন করতে হবে। তবে লকডাউনের মধ্যে নানা সমস্যায় রয়েছে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ। ঈদকে সামনে রেখে এ ধরনের দেড়

শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, ঈদের দিনে পোলাওয়ের সঙ্গে মুরগি-ডিম খেতে নগদ ২০০ টাকাও প্রদান করা হয়েছে ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠন থেকে।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই দুই প্যাকেট, দুধ এক প্যাকেট, চিনি এক কেজি, নুডুলস দুই প্যাকেট, পোলাও চাল দুই কেজি, পেঁয়াজ এক কেজি, তেল এক লিটার, আলু দুই কেজি। এছাড়া মাস্ক দুইটা, স্যালাইন দুই প্যাকেট ও নাপা একপাতা দেয়া হয়।

সোমবার (১০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ঈদসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতুলী থেকে হতদরিদ্রদের বাড়ি বাড়ি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর সুপ্রিম কোর্টের আইনজীবী কনক রাসেল, মডারেটর মাওলানা জুনায়েদ ও

অ্যাডমিন মাজহারুল ইসলাম আরাফাত, এনামুল হক রিমন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, সুলতানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুজন খান, তাসনিয়া জ্যোতি, আফজাল, সাথিল প্রমুখ।