স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সি’দ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার জরুরি সভা করে এই দাম বাড়ানোর সি’দ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের সংশ্লি’ষ্ট সূত্র বি’ষয়টি জানিয়েছে।
সূত্রটি জানায়, সোমবার কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সি’দ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা। আজ সোমবার থেকে এই সি’দ্ধান্ত কার্যকর হবে।
এ বি’ষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমা’র আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সি’দ্ধান্ত নিতে হয়েছে।