টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর এবং নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৯ মে) বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম। এর আগে গত ২৮ এপ্রিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দুলাল হোসেন চকদার বলেন, কিছুই জানি না। বহিষ্কারের কোনো কাগজ পাইনি। বহিষ্কার হওয়ার মতো কোনো কাজও করিনি।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, দুলাল চকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া নানা অবৈধ কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান বলেন, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লিখিতভাবে দুলাল চকদারকে দল থেকে বহিষ্কার ও সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেন।