টাঙ্গাইলের বাসাইলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বোরো ব্রি-৮৯ ধান বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দাপনাজোর গ্রামের প্রদর্শনী সংলগ্ন মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির টাঙ্গাইলের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মুহাম্মদ আরিফুর রহমান। উপজেলা কৃষি অফিসার নাজনীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)
মোহাম্মদ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ পারভিন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা রাজিক, কাশিল ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম।
এ সময় প্রায় অধর্শত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।