আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচ;কায় অনেকেই। যারা দ্বীনের জন্যে জীবন বাজি লা;তে চায়, নৈরা;শ্যবাদীরা তা;দের পেছ;ন থেকে টে;নে ধ;রে রা;খে। এরা আ;সলে মন-মগজে পা;ত্যের গো;লাম হয়ে গেছে। নতুন খবর হচ্ছে, ইসরাইলের টানা ১১ দিনের হাম;লায় বি;ধ্বস্ত ফিলি;স্তিনের গা;জা; অঞ্চলে;র পুনর্গঠ;নে স;হায়তা দেবে চীন।
দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে শুক্রবার এই তথ্য জানিয়েছেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্তৃপক্ষের (সিআইডিসিএ) মুখপাত্র তিয়ান লিন।
তিয়ান লিন বলেন, ইসরাইলের ১১ দিনের হা;ম;লায় গা;জা ভূখ;ণ্ডের অবকা;ঠামোগত অব;স্থা প্রা;য় সম্পূ;র্ণ ;ধ্বংস হয়ে গেছে। সেখা;নকার কয়ে;কটি বিদ্যু;ৎকেন্দ্রসহ; প্র;চুর সং;খ্যক বা;ড়িঘর, আবাসি;ক ও বাণিজ্যি;ক
গু;ড়িয়ে গেছে। তিনি বলেন, এই অব;স্থায় চীন সর;কারের সম্ম;তিক্রমেই সিআই;ডিসিএ ওই এলাকা পু;নর্গঠনে সহা;য়তা দেওয়ার সি;দ্ধান্ত নিয়েছে।