বিয়ে না করে পালালো বর, বরপক্ষ থেকে নতুন জামাই বেঁছে নিলেন কনে

আন্তর্জাতিক নারী ও শিশু বিনোদন

চারদিকে উৎসবমুখর বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। তবে বিয়ের শেষ সময়ে হঠাৎ দেখা গেলো বিয়ের মঞ্চ থেকে বর উধাও। এমন অবস্থায় বরপক্ষ থেকে একজনকে খুঁজে বসানো হলো বিয়ের মঞ্চে। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরের মহারাজাপুরে।

 

বর উধাও হওয়ার পর চারদিকে খোঁজ করেও কোথাও বরের সন্ধান পাওয়া যাচ্ছে না। কয়েক ঘণ্টার পরিশ্রমের পর বর ও কনে উভয় পক্ষের কাছে এটা স্পষ্ট হলো যে, বর বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন।

 

এমন অবস্থায় উভয়পক্ষের মুরব্বিরা বৈঠকে বসলেন। সেখান থেকে সম্ভাব্য সমাধানের চেষ্টা চললো। সেখানেই বরপক্ষের কাছ থেকে ব্যতিক্রমী একটা প্রস্তাব গেলো কনেপক্ষের কাছে। প্রস্তাবে বলা হলো, এই বরযাত্রীদের মধ্য থেকে সুযোগ্য পাত্র বেঁছে নিতে। যেখানে কনেপক্ষ ‘হ্যাঁ’ বললেই সমস্যার সমাধান।

 

প্রস্তাব শুনে কনেপক্ষ মেনে নিলো এই প্রস্তাব। বরযাত্রীদের মধ্যে থেকে সুযোগ্য একজনকে তাড়াতাড়ি বিয়ের পোশাক পরিয়ে বিয়ে হলো। পুরো বিয়ে বাড়িতে গম্ভীরতা চলে গিয়ে ফিরে এলো আনন্দ।

এই ঘটনার পর বর এবং কনে উভয় পক্ষই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। কনেপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পালিয়ে যাওয়া বর ও তার পরিবারের শাস্তি দাবি করেছে। আর পলাতক বরের বাবা তার নিখোঁজ ছেলের সন্ধান চেয়েছেন পুলিশের কাছে।