জয়পুরহাট শ;হরের ন;তুনহাট এলা;কায় দুটি বাড়িতে অ;ভিযান চালিয়ে অসা;মাজিক কা;জে জ;ড়িত থা;কার অ;প;রাধে নারীসহ ১৩ জনকে গ্রে;ফ;তার করেছে পুলিশ। শনিবার স;ন্ধ্যায় তাদের গ্রে;ফ;তার করা হয়।বি;ষয়টি নিশ্চিত করেছেন জয়পু;রহাট সদর থানার ওসি আলমগীর জাহান।
গ্রে;ফ;তার;রা হলেন, শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন, মৃত আবু তাহেরের স্ত্রী মালেকা খাতুন, মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন, সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন, নওগাঁর বদলগাছী
উপজেলার গোয়াল ভিটা গ্রামের মৃ;ত আজিজুল হকের ছেলে আবু মুসা, আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী,
আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন, বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন, কালাইয়ের
.নান্দাইল গ্রামের মৃ;ত বদিউজ্জামানের ছেলে আব্রাহিম, তোফাজ্জল হোসেনের ছেলে মামুন, শেখপাড়ামহল্লার শাহাজানের স্ত্রী রো;জি, ক্ষেত;লাল উপজেলার কুসু;মপুর গ্রামে;র মো;কলেছের মে;য়ে মো;মেনা খাতুন, কালাই উপজেলার উদয়পুর গ্রামের রে;জাউল করিমের স্ত্রী রোজিনা।
ওসি আলমগীর জাহান জানান, গ্রে;ফ;তার রো;জি ও মালে;কা তা;দের নিজ বা;ড়িতে জেলার এবং জেলার বাহির থেকে সুন্দ;রী নারী;দের এনে অসা;মা;জিক; কর্মকা;ণ্ড ও মাদ;;কে;র ব্য;বসা চা;লি;য়ে আ;সছে;ন। এমন খবরের ভি;ত্তি;তে অ;ভি;যান চালিয়ে তাদের আ;ট;ক করা হয়। তা;দে;র বি;রু;দ্ধে মা;ম;লা দায়ের করা হয়েছে।