বর্তমানে পৃথিবীর কোনও শিল্পী বা কাজের জনপ্রিয়তার প্রধান মাপকাঠি ভিউ। সহজ ভাষায় বললে, ইউটিউব ভিউ। সেই মাপকাঠিতে গেলো ঈদে প্রচারিত অসংখ্য নাটকের ভিড়ে এবার রেকর্ড গড়লো মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত নাটক ‘শেষটা অন্যরকম ছিলো’। নাটকটি মাত্র ১১ ঘন্টায় ইউটিউবে ভিউ হয়েছে এক মিলিয়ন। দেশের নাটকের বেলায় এমন রেকর্ড বিরল।
এর আগে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’ এর কয়েকটি পর্ব ১৪ থেকে ২৪ ঘন্টায় এক মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ে। আর এবারের ঈদে প্রকাশিত ‘জমজ ১৪’ নাটক ১৮ ঘন্টায়, ‘ভাইয়া’ এবং আফ্রিকান বউ’ নাটক ১৬ ঘন্টায়, ‘মধ্যবিত্ত ‘এবং ‘আফ্রিকান বউ’ ধ্রুততম সময়ে এক মিলিয়ন ভিউরেয় রেকর্ড ঘরে। কিন্তু সাগর জাহান নির্মিত ‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকটি সবগুলোকে পেছনে ফেলে মাত্র ১১ ঘন্টায় হয় ১ মিলিয়ন ভিউ।
২৭ মে নাটকটি ‘জি সিরিজ বাংলা নাটক’এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়। প্রকাশের পরই দর্শকরা নাটকটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে। ফেসবুকের নাটকের গ্রুপগুলোতে নাটকটি নিয়ে হতে থাকে প্রশংসনীয় আলোচনা। যে আলোচনার প্রেক্ষিতে দ্রুত ভিউ বাড়তে থাকে আরও।
দ্রুত সময়ে ভিউযের এই রেকর্ডে নাটকের সকল শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের। সাগজার জাহান বলেন, ‘দর্শকদের নাটকের প্রতি ভালোবাসাই আমাদের কাজের সফলতা।কৃতজ্ঞতা সকল দর্শকের কাছে যারা নাটকটির এই সাফল্যের ক্ষেত্রে ভুমিকা রেখেছেন। একই সঙ্গে কৃতজ্ঞতা নাটকে অভিনেতা-অভিনেত্রীদের। এই সাফল্য সামনে আরও ভালো কাজ করতে সহায়ক হবে।’
এদিকে তানজিন তিশা এবারের ঈদের কাজ নিয়ে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। তার অভিনীত‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকটি ছাড়াও ঈদে তার অভিনীত আফ্রিকান বউ (১৬ ঘণ্টা) ও তাকে ভালোবাসা বলে (২০ ঘণ্টা) দ্রুত এক মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ে।
বিষয়টি নিয়ে তিশা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দারণ আনন্দের খবর এটি। ঈদের এতো এতো কাজের ভিড়ে দর্শকরা আমার অভিনীত নাটকগুলো দেখছেন, প্রশংসা করছেন এটা আমার জন্য বড় স্বীকৃতি। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা।’
এবারের ঈদে মোশাররফ করিম অভিনীত নাটকগুলোও বেশ প্রশংসিত হচ্ছে। নাটকের গ্রুপে গ্রুপে এবং ইউটিউবের কমেন্টবক্সের দিকে তাকালেই সেটা লক্ষণীয়।