বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে দলটি। রোববার (৩০ মে) বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকা উত্তর শাখার ব্যানারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ও আলোচনা সভায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জহিরুল আলম তরুণের সভাপতিত্বে লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুর হক। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব কাজল মিয়া।আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন চৌধুরী ডালিম,
এস এম কফিলউদ্দীন, শামীম রেজা, আরিফ আহম্মেদ, আবদুল রহিম, অঞ্জন এলাহী, আসাদ কামাল চঞ্চল মোশাররফ হোসেন, আবুল কাশেমসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তরা বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাহবুব উদ্দিন।