নাহিদ ইসলাম : আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে। নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহী’দ মিনারের সামনে এ মানববন্ধন হয়। সচেতন
ছাত্র ও যুব সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন।
আই’ন-শৃঙ্খ’লা বা’হিনী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা আরও বলেন, পুলি’শ চাইলেই সবকিছু সম্ভব হয়, কিন্তু নি’খোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁ’জদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে।
কিন্তু এতোদিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে টাঙ্গাইলসহ সারাদেশে গণআন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।