ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছেন তিনি। যে কারণে সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার সন্ধায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের হয়ে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলে শুক্রবার উড়াল দিবেন যুক্তরাষ্ট্রে। মোহামেডানকে সুপার লিগে তুলেই দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে তার।
যুক্তরাষ্ট্রে এখন কোয়ারেন্টিন শর্ত না থাকায় পরিবার-পরিজনের সাথে সময় কাটিয়ে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যথাসময়ে জিম্বাবুয়ে সফরে যাবেন সাকিব।
সাকিবের পরিবার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিন সন্তানকে নিয়ে সাকিবের স্ত্রী এখন যুক্তরাষ্ট্রে। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে সাকিব যুক্তরাষ্ট্র ঘুরে আসার কথা ছিল আগে থেকেই। সেক্ষেত্রে ডিপিএলের মাঝপথে দলের সঙ্গ ত্যাগ করেই দেশ ছাড়তে হত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে।