অদ্য ১৮/০৬/২০২১ খ্রিঃ তারিখে ২০ঃ৪০মিনিট সময় এ.টি.এম লুুঙ্গি ফ্যাক্টরির সামনে ঢাকা মিরপুর হতে সিরাজগঞ্জ গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-২৯৮৫) অজ্ঞাত একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় এতে ট্রাকটির ড্রাইভার গাড়িতে আটকা পড়ে।
তাৎক্ষনিক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের রেসকিউ-টিম স্টেশন অফিসার জনাব মোঃ আশিকুর রহমান স্যারের নেতৃত্বে আহত ট্রাক চালককে উদ্ধার করে বিভাগীয় এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরন করেন।
* আহত ০১ জন,নিহত নাই
* আহত ব্যক্তির নাম- ঠিকানাঃ
* মোঃ রুবেল (৩৩) ড্রাইভার
* পিতাঃ সাহেব আলী
* থানা ও জেলাঃ ভোলা সদর।